¡Sorpréndeme!

কেমন হবে ফাগুনের সাজ || jagonews24.com

2021-06-15 2 Dailymotion

ঋতুরাজকে বরণ করে নিতে প্রত্যেক নারীই হয়ে উঠতে চান অনন্যা। রঙিন শাড়ি, ফুলেল সাজে ঘুরে বেড়ান প্রজাপতির মতো। কিন্তু সুন্দর পোশাক পরলেই তো হবে না, সেইসঙ্গে সাজটাও হতে হবে মানানসই।

১. শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, ফ্রক যে যাই পরুক না কেন তাতে থাকা চাই হলুদ, বাসন্তী কিংবা লাল রঙের ছোঁয়া।

২. বসন্তে ভারী মেকআপ না দিয়ে বরং নিজের স্বাভাবিক রূপকেই রঙিন করে ফুটিয়ে তুলুন।

৩. চোখে গাঢ় করে কাজলের রেখা টেনে ঠোঁটে দিন লাল লিপস্টিক।

৪. চুলের সাজে নানা রঙের তাজা ফুলের ব্যবহারই আপনাকে এদিন আরও বেশি রঙিন করে তুলবে।

৫. গাঁদা, গোলাপের পাশাপাশি মেরুন, হলুদ, সাদা, নীল রঙের চন্দ্রমল্লিকা, ক্যালানডুলা ফুলগুলোও আপনাকে রঙিন করে তুলতে সাহায্য করবে।